শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে পালিত হয়েছে বর্ষবরণ উৎসব

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৪, ২০১৮
news-image

মাসুদ হোসেন, চাঁদপুর ঃ
ঐতিহ্যের ধারা অব্যাহত রাখতে বর্ণাঢ্য আয়াজনে চাঁদপুরে পালিত হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ ১৪২৫। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চাঁদপুরের সব বয়সের নারী-পুরুষ বাঙ্গালীর ঐতিহ্যবাহী পোশাখে ঘরের বাইরে নতুন বছরকে বরণের জন্য বিপুল উৎসাহে বের হয়ে আসে। সবার ঠিকানা হয়ে উঠে কেন্দ্রীয় শহীদ মিনার, প্রেসক্লাব ভবন, ত্রি নদীর মোহনা চাঁদপুর মোল হেড, পুরান বাজার ব্রিজ, পদ্মার চর, সরকারী কলেজসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে।

শনিবার ১৪ এপ্রিল ভোরে সূর্যদয়ের পর থেকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ষ বরণের গান পরিবেশন করেন সঙ্গীত নিকেতনের শিল্পীরা। সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে চাঁদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা নানা সাজে নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে।

এরপর চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের উদ্যোগে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অতিথিদের স্বাগত জানান, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী এবং তাদেরকে দই, চিড়া ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারীসহ প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক নেতৃবৃন্দ, চিকিৎসক, আইনজীবী, মুক্তিযোদ্ধা, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আর পড়তে পারেন