বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় সাবেক বিডিআর সেনার বিরুদ্ধে সরকারি রাস্তা কেটে জনগণের ভোগান্তি বাড়ানোর অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৮, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টার•

কুমিল্লার বরুড়ায় এক সাবেক বিডিআর সেনার বিরুদ্ধে সরকারি রাস্তা কেটে জনগণের দুর্ভোগ ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সাবেক বিডিআর সেনার নাম শহীদুল্লাহ পাটোয়ারী এবং তিনি বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মোঃ ছেরাজুল ইসলাম পাটোয়ারীর সন্তান। স্থানীয় এলাকাবাসী জানায়- মাস খানেক আগে বর্ষার বারিষণে নিজে সাবেক বিডিআর সেনা ছিল এমন প্রভাব খাটিয়ে নোয়াগাঁও গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি কেটে তার মাটি নিজের বাড়ির সীমানায় ফেলেন, যাতে বর্ষায় বৃষ্টির পানি তার বাড়ি অবধি না পৌঁছুতে পারে। সেটা দেখার পর স্থানীয় লোকজন ইউপি মেম্বার হুমায়ূন কবিরকে অবহিত করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে কেটে ফেলা মাটির অংশে কংক্রিট ফেলে লোকজনের চলাচলের স্বাভাবিকতা তৈরীর জন্য নির্দেশ দেন। কিন্তু শহীদুল তার কথায় কর্ণপাত না করে নিজ প্রভাবে অটুট থাকেন।ওই গ্রামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এবং একটি ব্রিকফিল্ড থাকায় গড়ে প্রায় এক হাজার মানুষের চলাচল। কিন্তু শহীদুল্লাহর এমন কর্মকাণ্ডে বিভ্রান্তিতে পড়েছে স্কুলের শিক্ষার্থীসহ নানান শ্রেণী পেশার মানুষ। এমন ঘটনায় এলাকার লোকজন দুঃখ প্রকাশ করেছেন। অভিযুক্ত শহীদুল্লাহর সাথে যোগাযোগ করতে চাইলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

আর পড়তে পারেন