বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৪, ২০১৭
news-image

এম.ডি আজিজুর রহমান:
বরুড়ায় সোমবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের মহা অবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শ্রী শ্রী নৃসিংহদেব ও জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে সকাল ৬টায় জগন্নাথ দেব মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন, প্রভাতকীর্ত্তণ, পূজা অর্চনাসহ মন্দির প্রাঙ্গণে গীতাযজ্ঞ এবং ভগবত পাঠ অনুষ্ঠিত হয়।
শেষে মন্দির প্রাঙ্গণ থেকে সনাতন ধর্মাবলম্বী নানা বয়সের নারী এবং পুরুষের অংশগ্রহণে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য একটি শোভাযাত্রা পৌর শহরে বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া জন্মাষ্টমী উপলক্ষ্যে ২৬ প্রহর ব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।

আর পড়তে পারেন