শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় রেশমত আলীর বিরুদ্ধে শামিম নামের এক শ্রমিকের ফিসারির পাড়ের গাছ কর্তনের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৫, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়ায় গত শুক্রবার (১৯ এপ্রিল) জুম্মার নামাজের সময় রেশমত আলীর নেতৃত্বে বিদ্যুৎ সংযোগের নামে শামিম নামের এক শ্রমিকের ফিসারির পাড়ের গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

সরজমিনে গিয়ে ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শিলমুড়ি (উঃ) ইউনিয়নের মৃত-অহেদ আলীর ছেলে রেশমত আলী, আছমত আলী ও রফিকুল ইসলাম গঙ সহ একই এলাকার বাসিন্ধা হাজী মো: আলী আকবরের ছেলে মো: শামীম হোসেনের ফিশারীর পাড়ের প্রায় ৩০ টির অধিক গাছ কেটে ফিশারীতে ফেলে দেয়। ৩০টি গাছের বর্তমান বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানা যায়। এ ঘটনায় শামীম বাদী হয়ে মঙ্গলবার (২৩ এপ্রিল) বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ভিক্টিম জানান, আমার বাবা গাছ কাটার পূর্বে বাধা প্রদান করিলে, রেশমত গঙ ও স্থানীয় ওয়ার্ড মেম্বার বাবাকে বলেন আপনার গাছ কাটা হবে না, লাইন ঘুড়িয়ে নেওয়া হবে, আপনি বাড়ি ফিরে যান। এ কথায় তিনি বাড়ি ফিরে গেলে এ সুযোগকে কাজে লাগিয়ে আমার এ ক্ষতি করে। আমি প্রকৃত অপরাধীদের শাস্তির দাবী জানাচ্ছি। এ ব্যাপারে রেশমত আলী গং এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।

আর পড়তে পারেন