শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৮, ২০২০
news-image

 

সাকিব আল হেলাল:
কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস (দঃ) ইউনিয়নের মহেশপুর রাজামারা গ্রামের প্রবাসী জিয়া উদ্দিনের বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার(২৮ এপ্রিল) রাত ১২ টায় রাজামারা দীঘির পাড় এলাকার মৃত মহব্বত আলীর ছেলে প্রবাসী মোঃ জিয়া উদ্দিনের বসতঘরে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে।

এ সময় জিয়া উদ্দিনের স্ত্রী সন্তান বাড়ীতে ছিল না। ঘরে থাকা সুজুকি জিক্সার একটি মটর সাইকেল, নগদ দুই লক্ষ টাকা, আসবাবপত্র সহ প্রায় ৫০/৬০ লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আগুনের লেলিহান দেখে আমরা দ্রুত ঘটনার স্থলে এসে বরুড়া ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কে খবর দেই।খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোক দ্রুত ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় রাত একটায় আগুন নিয়ন্ত্রনে আসে।

এ দিকে খবর পেয়ে বরুড়া থানার পুলিশের উপ-পরিদর্শক বিকাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার স্থল পরিদর্শন করেন।

বরুড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোশারফ জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত জিয়া উদিনের স্ত্রীর অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বরুড়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

আর পড়তে পারেন