শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় বিভিন্ন দলের ৯ প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১২, ২০১৮
news-image

এমডি আজিজুর রহমান,বরুড়া:
কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চুরান্ত প্রতীক পাওয়ার পর আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের ৯ প্রার্থী প্রচারনা শুরু করেছে।

এ আসনে দলের প্রতীক নিয়ে নির্বানী প্রচারনায় জাতীয় পার্টির দলীয় প্রার্থী কুমিল্লা জেলা জাতীয় পার্টির সভাপতি সংসদ সদস্য বীর-মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলাম মিলন (লাঙ্গল প্রতীক), বরুড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল (নৌকা প্রতীক), বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন (ধানের শীষ প্রতীক), জাকের পার্টির দলীয় প্রার্থী মাওলানা মুফতি শরিফুল ইসলাম (গোলাপ ফুল প্রতীক), ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী মাওলানা মুফতি মিজানুর রহমান ফারুকী (হাতপাখা প্রতীক), বাংলাদেশ খেলাফত আন্দোলনের দলীয় প্রার্থী মাওলানা আবদুল আজিজ খোমেনী (বটগাছ প্রতীক), বাংলাদেশ মুসলীম লীগের দলীয় প্রার্থী খন্দকার মিজানুর রহমান (হারিকেন প্রতীক), বাংলাদেশ ওর্য়াকাস পাটির্র দলীয় প্রার্থী আহসান উল্লাহ (কাছতে হাতুড়ী প্রতীক), গণফ্রন্টের দলীয় প্রার্থী মো. দুলাল মিয়া (মাছ) মার্কা প্রতীক নিয়ে নির্বাচনের প্রচার করছেন।

সোমবার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে চুরান্ত প্রতীক পাওয়ার পর আ‘লীগ ও বিএনপি প্রাথীর দিনব্যাপী গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক করেন।

উল্লেখ্য, বরুড়া এ আসন থেকে বিভিন্ন দলের ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই বাচাইয়ে বাদ পড়ার পরে স্বতন্ত্র প্রার্থী, আপিল করার পরেও টিকেনি স্বতন্ত্র প্রার্থী কাউসার আলম সেলিম। প্রত্যাহার করে নেন তরিকত ফেডারেশনের প্রার্থী সৈয়দ রেজাউল হক চাদপুরী, বিএনপির প্রার্থী মোরতাজুল করিম বাদরু।