শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩১, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ আহত যুবক সাখাওয়াত হোসেন (২২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।

নিহত সাখাওয়াত হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পূর্ব আড্ডা এলাকার আবু তাহেরের ছেলে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন জানান, নির্বাচনের আগের দিন শনিবার রাতে আড্ডা কলেজ ভোটকেন্দ্রে আওয়ামী লীগ নেতাকর্মীরা কেন্দ্র দখল করে ভোট দিতে গেলে এলাকার সাধারণ জনগণ ও বিএনপির কর্মীরা তাদের বাধাঁ দেয়। এ সময় পুলিশ আ’লীগ নেতাকর্মীদের পক্ষ হয়ে গুলি ছোড়ে। এতে ছাত্রদল-যুবদলের কর্মী পূর্ব আড্ডা গ্রামের সাখাওয়াত (২২), জাফরের ছেলে দিদার (৩০), আনোয়ারের ছেলে নুরুজ্জামান (২৮), আকতার হোসেনের ছেলে নাহিদ (১৮) গুলিবিদ্ধ হন।
আহতদের প্রথমে বরুড়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কুমেক হাসপাতালে প্রেরণ করে। রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমেক থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।। আজ সাখাওয়াত মারা যান।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আজম উদ্দিন মাহমুদ জানান, দুবৃর্ত্তরা কেন্দ্র দখল করতে আসলে পুলিশ তাদের বাধাঁ দেয়। তারা তখন পুলিশের উপর হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে। এ সময় কেউ আহত হয়েছে কিনা জানি না। আর কেউ মারা গেছে কিনা তাও জানি না

আর পড়তে পারেন