শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩, ২০১৮
news-image

 

স্টাফ রির্পোটার:
কুমিল্লার বরুড়া উপজেলায় নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আগানগর ইউনিয়নের শরাফতি ভূইয়া বাড়ি থেকে ধামার পাড় পর্যন্ত লম্বা প্রায় ১৫‘শ ফুট, বাই ৮ ফুট পাশ সড়ক নিম্নমানের ইট দিয়ে কাজ করছে।

নির্মাণ শ্রমিকরা জানান, কোন ঠিকাদার প্রতিষ্ঠান এ কাজটি করছে না। এটি স্থানীয় জনপ্রতিনিধি ইফতেখায়ের আলম ভূইয়া (শাহিন) চেয়ারম্যান করছেন। এ ব্যাপারে স্থানীয়দের অভিযোগ এ সড়কটি তাদের বহুদিনে স¦প্ন। কিন্তু বর্তমান চেয়ারম্যান নিম্নমানের ইট দিয়ে সড়কটি নির্মাণ করছেন। এ বিষয়ে ভয়ে কেউ প্রতিবাদ করছে না।

এ বিষয়ে আগানগর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখায়ের আলম ভূইয়া জানান, এটি কোন সরকারি বরাদ্ধ নয়। আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে সহযোগীতা নিয়ে নিজস্ব অর্থায়নে সড়কটি নির্মাণ করছি। কেউ যদি কোন অভিযোগ করে থাকে তাহলে আমি ইট উঠিয়ে ফেলবো।

আর পড়তে পারেন