বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় দোকানে দোকানে গিয়ে করোনার টিকার ফ্রি রেজিষ্ট্রেশন করালেন ইউএনও

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩, ২০২১
news-image

এমডি. আজিজুর রহমান, বরুড়া:
বরুড়ায় দোকানে দোকানে গিয়ে ৪০ বছর বয়সের উর্ধ্বে ব্যবসায়ীদের করোনার টিকার ফ্রি রেজিষ্টেশন করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম।

শনিবার (৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে চারটি সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে বরুড়া পৌরসদর বাজারের সব ধরনের দোকানে গিয়ে এ রেজিষ্ট্রেশন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা ইলিয়াছ মিয়া, উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রদীপ চন্দ্র দাস, সি এ হারুনুর রশিদ, অসিম ভৌমিক প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস  ব্লাড ব্যাংক, ওরাই আপনজন, রক্তঋণ ও জীবণশৈলী সংগঠনের সদস্যবৃন্দ । দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় তিন শতাধিক ব্যবসায়ীদের ফ্রি করোনার টিকার রেজিষ্ট্রেশন করা হয়।

আর পড়তে পারেন