শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় তলাগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভবনের ছাদ ধ্বসে এক শ্রমিকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৯, ২০২০
news-image

 

স্টাফ রির্পোটারঃ

কুমিল্লার বরুড়ায় তলাগ্রাম ত.চ.লাহা উচ্চ বিদ্যালয়ের নিলাম হওয়া একটি পুরাতন ভবনের ছাদ ধ্বসে আনোয়ার নামের এক শ্রমিক নিহত ও সেলিম নামের আরো এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। বুধবার সন্ধার দিকে এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানা গেছে, বরুড়ার পৌরসভার এলাকাধিন তলাগ্রাম ত.চ.লাহা উচ্চ বিদ্যালয়ের নিলাম হওয়া একটি পুরাতন ভবন সরিয়ে নেওয়ার কাজ চলছে। নিলামে ভবনটির কাজ পান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আ: করিম।

আনুমানিক এক সপ্তাহ পূর্বে পুরাতন ভবনটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়।বুধবার ভবনটি ভাংগার সময় ৫/৬ জন শ্রমিক কাজ করছিলেন। কোন কিছু বুঝে উঠার আগেই ভবনের ছাদ ধ্বসে দুই শ্রমিকের উপর পড়ে।

এতে তলাগ্রাম গ্রামের আনেয়ার ও সেলিম নামের এ দুই শ্রমিক গুরুতর আহত হয়। তাৎক্ষনিক বিদ্যালয়ের শিক্ষক পলাশ সরকার, মাহমুদুল হাসানসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমেক হাসপাতালে নিয়ে যায়।

উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে ঢাকা মেডিকেল ও সেলিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হসপিটালে রেফার করে। দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আনোয়ারের মৃত্যু হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি কাউন্সিলর আলমগীর হোসেন (আলম) বলেন, আমরা নিয়ম অনুযায়ী পুরাতন ভবনের নিলাম বিজ্ঞপ্তি দিয়ে ভবনটি বিক্রি করেছি। কাজটি করিম নামের এক ঠিকাদার পেয়েছেন। এ ক্ষেত্রে সকল দায় দায়ীত্ব ঐ ঠিকাদারের।

আর পড়তে পারেন