শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় জিপিএ-৫ পেয়েছে ১৭২ জন

আজকের কুমিল্লা ডট কম :
মে ৭, ২০১৮
news-image

এমডি আজিজুর রহমানঃ
কুমিল্লার বরুড়া উপজেলার ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এস.এস.সি ও দাখিল পরীক্ষায় ১৭২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ উপজেলায় পাশের হার ৯০.৫৪% এবং ৩০টি মাদ্রাসা থেকে ৮২.৫৫%। ৮টি বিদ্যালয় ও ৮টি মাদ্রাসা থেকে শতভাগ শিক্ষার্থীরা পাশ করেছে।

বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৪৬ আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয় ও রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন এবং বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন জিপিএ ৫ পেয়েছে।

দলুয়া তুলাগাঁও দাখিল মাদ্রাসা থেকে ৫ জন, চালিতাতলী দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসা থেকে ৪ জন, বোয়ালিয়া বাতেনিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২ জন ও ছিদ্দিকুন্নেছা মহিলা মাদ্রাসা থেকে ২ জন এবং বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।

ফলাফল নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বরুড়া উপজেলার ফলাফল সন্তোষজনক। ভবিষ্যতে চেষ্টা করা হবে শতভাগ পাশ করানোর জন্য।

আর পড়তে পারেন