শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় চাঁদা না দেওয়ায় বসতঘরে হামলা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৯, ২০১৭
news-image

এমডি আজিজুর রহমান , বরুড়া:
কুমিল্লার বরুড়ায় বাড়ি নিমার্নে চাঁদা না দেওয়ায় বসত ঘরে হামলা ও ভাংচুর করে দুর্বিত্তরা।
মামলা সুত্রে জানা যায়, বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা কুলসুম আক্তার এর স্বামী মোঃ শাহ জালাল মিয়া বাড়ি নিমার্নের সময় তার কাছে একই গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে জাকির হোসেন (৩০) ১লক্ষ টাকা চাদা দাঁবী করে।
চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে জাকির গং কুলছুমের স্বামীসহ তার পরিবারের লোকজনকে অখাট্ট ভাষায় গলমন্দ করে, এতে স্বামী ও কুলছুম প্রতিবাদ করলে তাদেরকে প্রাননাশের হুমকি দিয়ে জোরপূর্বক বসত ঘরে প্রবেশ চেষ্টা কালে ঘরের ভিতর থেকে দরজা আটকে দেয় কুলছুম, তখন জাকির, টিটু মিয়া (২২), রোকেয়া বেগম (৩০), হারেচা বেগম (৪৫) সহ দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ভাংচুর চালালে মূলবান জিনিষপত্র নষ্ট হয়ে প্রায় ৫০ হজার টাকর ক্ষয়ক্ষতি হয়।
এছাড়া ঘরের সুকেসের তালা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও ৫০ হাজার টাকার মূল্যের এক বরি ওজনের স্বর্নের চেইন লোট করে নিয়ে যায়।
এ বিষয়ে কুলছুম আক্তার বাদী হয়ে কুমিল্লা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত আড্ডা ইউনিয়নের চেয়ারম্যানের প্রতি ঘটনার প্রাথমিক সত্যতার বিষয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখীলের জন্য নোটিশ করে।

আর পড়তে পারেন