শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩০, ২০১৯
news-image

সাকিব আল হেলালঃ
কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার (৩০ আগষ্ট) সকাল ৯ টায় চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।

“বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থা, ময়নামতি রোটারী ক্লাব, রাজাপুর এইড কমিউনিটির আয়োজনে এ চক্ষু শিবির চিকিৎসা সেবা অনুষ্টিত হয়।

সার্বিক সহযোগিতায় ছিলেন বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থার সভাপতি স্বপন মজুমদার। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি কুমিল্লার পরিচালনায় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ চক্ষু চিকিৎসা শিবিরে বরুড়ার বিভিন্ন গ্রামের অসংখ্য চক্ষু রোগীকে সেবা প্রদান করা হয়। চিকিৎসা শেষে সব ধরনের রোগীকে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থার সভাপতি স্বপন মজুমদার বলেন,” আমমাদের এ প্রতিষ্ঠানটি সব সময়ই মানব সেবায় নিয়োজিত রয়েছে। আমরা সব সময় মানুষের সেবা করে যেতে চাই”।

আর পড়তে পারেন