বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট হান্ট প্রোগ্রাম- ২০১৭ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০১৭
news-image

এম.ডি আজিজুর রহমান/ আরিফ আসগরঃ

“লুকিয়ে থাকা ক্রিকেট প্রতিভা খুজবে এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স” এ শ্লোগান সামনে রেখে কুমিল্লার বরুড়ায় ১৮ জুলাই মঙ্গলবার ঈদগাহ মাঠে মেনস ওর্য়াল্ড বাংলাদেশের সৌজন্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট হান্ট প্রোগ্রাম-২০১৭ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ন্সের চেয়ারপার্সন নাফিসা কামাল। সকাল ৮ থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত এ প্রোগ্রাম চলে। ২ হাজার প্রতিযোগীর মাঝ থেকে তিন ক্যাটাগরীতে ৫২ জনকে বাছাই করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল আবু তাহের, সদর (দঃ) উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, উপজেলা নিবার্হী অফিসার লুৎফুন নাহার নাজীম, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোটা. মো. কামাল হোসেন, বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ, জেলা পরিষদের সদস্য সোহেল সামাদ, বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জিয়াউল কাউসার, পৌরসভা যুবলীগের আহবায়ক শাহীনুর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বকতার হোসেন প্রমুখ। বাছাইকৃত ক্রিকেটারদেরকে বিনা খরচে আগামী ৩ মাস আবাসিক রেখে জাতীয় পর্যায়ের প্রশিক্ষক এনে তাদের গড়ে তুলে হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলো।

আর পড়তে পারেন