বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় কালবৈশাখীর ঝড়ে বসত বাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৯, ২০১৮
news-image

এম ডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় কালবৈশাখীর ঝড়ে সাধারন মানুষের বসত বাড়ী ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, ২৬ এপ্রিল কালবৈশাখীর ঝড়ে উপজেলার আগানগর ইউনিয়নের শরাফতি (উঃ) পাড়ার মৃত আসাদ আলীর ছেলে মোখলেছুর রহমান (৬৫)এর বসতঘরের যাবতীয় আসবাবপত্র সহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও একই পাড়ার ওয়ালি উল্লাহ, মিজানুর রহমান, মনির হোসেন, ইব্রাহিম মেম্বার, শাহ আলম সহ অনেকর ক্ষয়ক্ষতি হয়।

মোখলেছুর রহমান জানান, আমি নিঃস্ব হয়ে গেছি। ছেলে সন্তান নিয়ে এখন গাছ তলায় রাত্রীযাপন করা ছাড়া উপায় নেই। আমি স্থানীয় এমপির মাধ্যমে সরকারের কাছে আর্থিক সহযোগীতা কামনা করছি। শরাফতি ৭ নং ওয়ার্ডের মো. ফরিদ মেম্বার জানান, আমার ওয়ার্ডের অনেক কৃষক ও দিনমুজুরের বসতঘর ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বরুড়া উপজেলার জনপ্রতিনিধিদের অনুরোধ করবো ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদানের জন্য।

আর পড়তে পারেন