বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় অসাম্প্রদায়িকতার দৃষ্টান্ত স্থাপন, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে পূজা উদযাপন কমিটির সদস্যরা সবাই মুসলমান

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১, ২০১৭
news-image

 

এমডি আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের রাজাপুর গ্রামে শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দিরে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়। একটি বাড়ি ছাড়া কোন হিন্দু বসতি নেই। উক্ত পূজা উদযাপন কমিটির সভাপতি ভিপি শাহজান, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমানসহ সবাই মুসলমান। এটা অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত। উক্ত পূজা উদযাপন দেখতে আসেন কুমিল্লা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমসহ জেলা উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তারা। স্থানীয় এমপি অধ্যাপক নূরুল ইসলাম মিলন, বরুড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশ সরকারের সড়ক ও জনপদ মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব মনিন্দ্র কিশোর মজুমদার এ পূজার আয়োজন করে।

আর পড়তে পারেন