শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৮, ২০২১
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়ায় সেচের জন্য অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ইলিয়াছ মিয়াজী (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। পল্লী বিদ্যুতকে না জানিয়ে তড়িঘড়ি মরদেহ দাফন করায় এলাকায় ব্যাপক সমালোচনা চলছে।

বৃস্পতিবার(১৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউপি’র ডাবুরীয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত যুবক ঐ গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একই বাড়ির ইমান হোসেনের ডোবা সেচতে গিয়ে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে মোটরে বিদ্যুৎ সংযোগ প্রদান করেন। বিষয়টি জানার পর পল্লী বিদ্যুৎ সমিতি-৪ বিজরা অভিযোগ কেন্দ্রের লোক গিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়ে আসে। পল্লী বিদ্যুতের লোকজন এলাকা ছাড়ার পর পুনরায় আবারও অবৈধভাবে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়।

আহতকে লাকসাম মুদাফ্ফরগঞ্জ হেলথ কেয়ার হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইলিয়াছের বড় ভাই নূর নবী জানায়, আমার ছোট ভাই নিজের ইচ্ছামতো অবৈধ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হওয়ায় কারো প্রতি আমাদের কোন অভিযোগ নেই”।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আমীর হোসেন জানান, অবৈধ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যুবক নিহত হয়। উভয় পক্ষের সমযোতার মাধ্যমে মরদেহ দাফন করা হয়েছে”।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ বিজরা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আলমগীর হোসেন জানায়, অবৈধ সংযোগ দিয়ে চোরাইভাবে বিদুৎ ব্যবহার করার সংবাদ পেয়ে আমরা সংযোগ বিচ্ছন্ন করে দিয়েছি। শুনেছি বিদ্যুতের লোক চলে আসার পর পুনরায় সংযোগ দিতে গিয়ে সে মারা গেছে।আমরা বিষয়টি জোনাল অফিসকে জানিয়েছি”।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, এ ধরনের সংবাদ থানাতে কেউ জানায়নি। বরুড়াতে এ ধরনের ঘটনা ঘটছে কিনা আমার জানা নেই”।

আর পড়তে পারেন