বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় অবৈধ ক্যাবল অপারেটরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩১, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বরুড়ায় অবৈধ ক্যাবল অপারেটরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বরুড়া বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুল ইসলাম।

এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা, বাংলাদেশ টেলিভিশন এর লাইসেন্স ইন্সপেক্টর আকরাম উল ইসলাম, বরুড়া থানার এ এস আই ইসমাইল হোসেন।

অভিযানে ৭টি স্থান থেকে ১৭ টি মেশিন আটক এবং ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা বলেন, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা করছে তারা কি বৈধভাবে করেছে, না অবৈধভাবে করছে ও তাদের বৈধ লাইসেন্স আছে কিনা এই ব্যবসায়ীরা দীর্ঘদিন সরকারকে রাজস্ব আয় ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে, তাই তাদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে আসছি আমরা এবং আমাদের এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন