শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ার হোগলা পাতার ধারি যাচ্ছে সারাদেশে

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৭, ২০১৯
news-image

 

সাকিব আল হেলাল।।
ঈদ আসলে হোগলা পাতার ধাড়ি চাহিদা বেড়ে যায়। ঈদের দিন গরু জবাই জন্য বিশেষ প্রয়োজন।মঙ্গলবার(০৬ আগস্ট) বরুড়া উপজেলার পৌর এলাকার লক্ষীপুর বাজারে হোগলা পাতার ধাড়ি’র হাট বসে। কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার পাইকার’রা এখানে আসেন হোগলা পাতার ধারি কিনতে। বরুড়ার হোগলা পাতার ধাড়ি এখন এলাকার গন্ডি পাড়িয়ে সারাদেশে।

ধারি কিনতে আসা ক্রেতারা জানান,”ঈদের দিনে গরু বা পশু জবাই করার পর পরিস্কারভাবে রাখার জন্য ধারির বিকল্প নাই।তাই আমরা এখান থেকে পাইকারি দরে ধারি কিনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকি”।

বিক্রেতারা জানান,”ধারি বানাতে অনেক পরিশ্রম হয়।সে অনুযায়ী বিক্রি করে পারিশ্রমিক পাই না ধারি কারিগররা। তবে ঈদ ছাড়া ধারির তেমন চাহিদা না থাকায় বছরের বাকী সময় বেকার হয়ে বসে থাকতে হয় ধারি কারিগরদের।যদি সরকার সহযোগীতা করতো তাহলে হয়তো ধারি শিল্পটা আরো অনেক দিন টিকে থাকতো “।

আর পড়তে পারেন