বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ার বড়হাতুয়ায় গরুর চামড়ার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীসহ এলাকাবাসী

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৭, ২০১৭
news-image

 

সাকিব আল হেলাল।।

কুমিল্লার বরুড়া উপজেলার ১ নং আগানগর ইউনিয়নের বড়হাতুয়া মাষ্টার পুলের সামনে থেকে প্রায় আধা কি.মি খাল জুড়ে খালের পানির বিভিন্ন অংশে প্রায় কয়েকশত বস্তা গরুর মাথার চামড়া রাতের আঁধারে কে বা কাহারা ফেলে গেলে উক্ত এলাকাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

রামমোহন-কালির বাজার সড়কের বড়হাতুয়ায় অংশের খালের পানিতে চামড়া ভর্তি বস্তা ফেলার কারনে এই সমস্যার সৃষ্টি হয়েছে। পানিতে চামড়া পঁচে যাওয়ার কারণে দুর্গন্ধের মাএা আরো দ্বিগুন বেড়েছে । দুর্গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়ায় এই সড়ক দিয়ে স্কুল,কলেজের শিক্ষার্থীসহ সাধারন জনগনের চলাচলে অসুবিধার সম্মুখিন হচ্ছে।এই দুর্গন্ধে এলাকাতে ছড়িয়ে যাবার আশঙ্কা আছে বলে চিকিৎসকরা মনে করেন। স্থানীয়রা বলেন,দুর্গন্ধের জন্য রাস্তা চলাচল তো দূরের কথা বাড়িতে বসবাস করাও অসম্ভব হয়ে পড়েছে। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি”। আদমপুর ও লতিফপুরের চামড়া ব্যাবসায়ীরা জানান,আমরা চামড়া ফেলার জন্য পিকআপ ভাড়া করে গোমতি নদীতে ফেলার জন্য চামড়ার বস্তা পিকআপে উঠিয়ে পাঠিয়ে দিয়েছি কিন্তুু তারা এখানে ফেলেছে কিনা সে ব্যাপারে আমরা কিছু জানিনা ”।

আর পড়তে পারেন