শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ার খোশবাসে মাছ ধরার উৎসব অনুুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২০, ২০১৮
news-image

 

সাকিব আল হেলাল:

কুমিল্লার বরুড়ার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের দেওয়ান্নগর গ্রামের মজিলা পুকুরে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়।

বুধবার(১৯ সেপ্টেম্বর) বিকাল হইতে মাছ ধরার উৎসব শুরু হয়ে শেষ হবে বৃহস্পতিবার(২০ সেপ্টেম্বর) বিকাল ৪টা পর্যন্ত।

এ সময় দেশের খ্যাতিমান বরশি দিয়ে মাছ শিকারীরা মাছ শিকার উৎসবে মেতে ছিলেন।তারা বিভিন্ন ধরনের বড় বড় মাছ যেমন,কাতল,রুই,কার্পিও মাছ,কালি বাউসসহ অন্যান্য প্রজাতির মাছ শিকার করে দর্শকদের আনন্দ দিয়েছেন।রাতদিন মাছ শিকারের উৎসবে পুকুরের পাড় ছিল উৎসবমূখর পরিবেশ।

পুরো পুকুরের চারপাশে ৮টি চেীকিতে ভাগ করে দেশের বিভিন্ন মাছ শিকারী বরশি দিয়ে মাছ শিকারে অংশগ্রহন করেন।প্রতি চেীকির টিকেট পঁচিশ হাজার টাকা বলে জানা যায়।

কয়েকজন মাছ শিকার উৎসবে দেখতে আসা দর্শকদের সাথে কথা হলে তারা বলেন,আমরা বরশি দিয়ে মাছ শিকার দেখতে এসে দারুন উপভোগ করেছি।সেই সাথে যখন মাছ শিকারীরা বড় বড় মাছ শিকার করছে তখন আমরা হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছি।পুরো পরিবেশটাই দারুন উপভোগ্য ছিল।এ ধরনের উৎসব সবসময় অনুষ্ঠিত হলে সমাজের মানুষ দারুন বিনোদনের সুযোগ পেতো”।

এ প্রসঙ্গে কয়েকজন মাছ শিকারীর সাথে কথা হলে তারা বলেন,বরশি দিয়ে মাছের সাথে খেলাটাই আনন্দের।দুদিনে মাছ ধরার জন্য প্রতি চেীকিকে দিতে হয় পঁচিশ হাজার টাকা ।তাছাড়া মাচা বাঁধা,টোপ বানানোসহ আছে অনেক খরচ ।তাই মাছের প্রতিটা ঠোকর সতর্ক দৃষ্টিতে দেখতে খাবারও খেয়ে নিচ্ছি চেীকির উপড় ।ব্যাপারটা খুবই উপভোগ্য।আমরা খুব মজা পাচ্ছি।যেহুতু অনেক দর্শক আছে আমাদের।তারা আমাদের উৎসাহ দিচ্ছে”।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস ছালাম বলেন,আমরা শৃঙ্খলভাবে মাছ শিকার অনুষ্ঠানটি পরিচালনা করে আসছি।কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখছি।বৃহস্পতিবার বিকালে মাছ ধরার উৎসব শেষ হবে।আবার ১৫ দিন পর দ্বিতীয় দফা মাছ শিকার উৎসব একই পুকুরে অণুষ্ঠিত হবে”।

আর পড়তে পারেন