মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যার্তদের মাঝে কুবি শিক্ষার্থীদের ত্রাণ সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০১৯
news-image

শাহাদাত বিপ্লব, কুবিঃ

বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত রাজশাহী এবং রংপুর বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘উত্তরবঙ্গ ছাত্র পরিষদ’। বৃহস্পতিবার(০৮ আগস্ট) গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বিভিন্ন অঞ্চলে প্রায় সাড়ে তিন’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে এ সংগঠনটি।

প্রতিটি পরিবারকে তারা চাল, ডাল, সেমাই, চিনিসহ প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করে। এছাড়া প্রায় দেড়’শ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও বিস্কিট প্রদান করে তারা। এসময় সংগঠনটির সভাপতি সফিউর রহমান সাগর, সাধারণ সম্পাদক তন্ময় কুমার সরকার ও সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান অলিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি সাগর জানান, “আমরা প্রায় সাড়ে তিন শতাধিক পরিবারকে সহযোগীতা করা চেষ্টা করেছি এবং দেড়শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ পৌছে দিয়েছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করেছি।”

আর পড়তে পারেন