শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বনানীর অগ্নিকান্ডে নিহত তমালের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৯, ২০১৯
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর:

ঢাকার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের তালিকায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৩ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের শ্রীকালিয়া মুন্সি বাড়ির মুকবুল আহমেদ মুন্সির ছেলে আব্দুল্লাহ আল ফারুক তমাল (৩০)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) আগুনে দগ্ধ হওয়ার পর ভবন থেকে হেলিকপ্টারে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়ার পর তমালের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার বন্ধু মিনহাজ উদ্দিন। আগুনে তার শরীরের ৯০ ভাগ পুড়ে যায়।

মিনহাজ জানান, তমাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০০৬-০৭ ব্যাচের শিক্ষার্থী। পাস করেছে ২০১১ সালে। সে ইইউআরবিডি সলিউশন-এ সেলস্ ম্যানেজার হিসেবে কাজ করতেন। বিভিন্ন সূ্ত্রে জানা যায়, আব্দুল্লাহ আল ফারুক তমাল হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের উড়পুর গ্রামে বিয়ে করেন। তিনি এক মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। স্ত্রীসহ ৫ বছরের মেয়ে ও ২ বছরের ছেলে সন্তান রেখে না ফেরার দেশে চলে গেলেন আবদুল্লাহ আল ফারুক তমাল। তমালের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

আর পড়তে পারেন