শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা সিটি কর্পোরেশন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২০, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব১৭) ২০১৮ কুমিল্লা অঞ্চলের ২য় সেমি-ফাইনাল খেলায় কুুুমিল্লা সিটি কর্পোরেশন আশিক রেজার গোলে ১-০ তে জয় লাভ করে।দ্বিতীয়আর্ধের ২৮মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে। দাউদকান্দি উপজেলা দ্বিতীয়আর্ধের ২৮ মিনিটের সময় রেফারির অফ্ সাইডের সিদ্ধান্ত না মেনে খেলা শেষ হবার আট মিনিট আগে মাঠ ত্যাগ করে।দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খোরশেদ এর দাবী অফ-সাইড হয়নি গোল বহাল রাখার জন্য না রাখলে আমারা আর খেলবো না পরে দাউদকান্দি উপজেলা স্টেডিয়াম ত্যাগ করে।

বিকাল ৪টায় খেলা শুরু হয়ে ৫টা২৫মিনিটে খেলা শেষ হয়।৭০ মিনিটের নির্ধারিত খেলায় ৬২ মিনিট খেলা হয়। খেলা শেষ রেফারি আরিফ মজুমদার আমাকে বলেন আমার কল সঠিক ছিল আমার সহকারী সঠিক সময় ফ্ল্যাগ তুলেছিল।দাউদকান্দির খেলোয়াড়েদের আচরণ ভালো ছিলোনা খেলা শুরু থেকে শেষ পর্যন্ত নানান গালি গালাজের অভিযোগ তুলেন খেলার পরিচালক আরিফ মজুমদার।

কথা হয় ম্যাচ রেফারি জামাল ও জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর সাহেব জানান আমরা মাঠে বসে খেলা দেখেছি রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল।খেলাশেষে দাউদকান্দি জেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের কর্মকান্ডের উপর লিখিত অভিযোগ দাখিল করেন ম্যাচ রেফারি জামাল।

খেলা শুরুর পূর্বে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র জনাব মনিরুল হক সাক্কু,জেলা ফুটবল এসোসিয়েশানের সভাপতি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আরফানুল হক রিফাত,জেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)জনাব নাজমুল আহসান ফারুক রোমেন,২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ,৩নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাভেদ, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদি।খেলা শেষ হওয়া পর্যন্ত তাদেরকে মাঠে উপস্থিত থাকতে দেখা যায়।

কুমিল্লা সিটি কর্পোরেশন পক্ষে শাওন,আশিকুর রহমান,হোসেন, আবদুস সালাম, জামান, আবু হাসনাত, সাইদ,ইব্রাহিম,আশিক রেজা, আফিজুল ইসলাম,সাকিব।বদলি খেলোয়াড় নীরব,সায়মন,ইউসুফ, হৃদয় আহমেদ,আহমেদ মাজাহার,আপু,আরিফ,সাদ্দাম অংশ নেয়।
দাউদকান্দির পক্ষে রাসেল, মুরাদ,নুরে সাফি,হাসান, ফয়সাল,তাহসান,এনামুল, লিমন, মামুন,নাসিম,মাহাবুব বদলি খেলোয়াড় অন্তর,আনিসুর,মাসুদ রানা, জুয়েল মুন্সি,রনি,জুয়েল।
রেফারি আরিফ মজুমদার, সহকারী রেফারি দেলোয়ার হোসেন,হারুনুর রশিদ,আবদুল মতিন খেলা পরিচালনা করেন।

আগামী ২৩ তারিখ বিকাল চারটায় কুমিল্লা স্টেডিয়ামে কুমিল্লা সিটি কর্পোরেশন চান্দিনা উপজেলার সাথে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আর পড়তে পারেন