শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু এনে দিয়েছেন স্বাধীনতা, তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি —সুবিদ আলী ভূইয়া

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৭, ২০২০
news-image

 

জাকির হোসেন হাজারীঃ
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেণ(অব.) সুবিদ আলী ভূইয়া বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর আহবানে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করার সুবাধে আজ আমরা বাঙ্গালী জাতি হিসেবে গর্বিত। আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে প্রমানিত হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাসনই ছিল বাঙ্গালী জাতীর মুক্তিযুদ্ধের মূলমন্ত্র। আর বঙ্গবন্ধু এনে দিয়েছেন আমাদের স্বাধীনতা, তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম শেখ, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার খোরশেদ আলম, জেলা শ্রমিকলীগ সভাপতি প্যানেল মেয়র রবিক উদ্দিন রকিব, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন প্রমূখ।

আলোচনা সভার পুর্বে সকালে পৌরসদরের রাসেল স্কোয়ারে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।

আর পড়তে পারেন