শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্ব বাংলাদেশকে জানতো না – রেলমন্ত্রী মুজিবুল হক

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৫, ২০১৭
news-image

 

মোঃ  বেলাল হোসাইন,চৌদ্দগ্রামঃ
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান। তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। অন্যায়ের প্রতিরোধ করতে ১৭ বছর জেলও খেটেছিলেন। সেই মহান নেতা দেশ স্বাধীন করেছেন। ‘বাংলাদেশ নামে একটি জাতী আছে, বিশ্বে জানতো না’- এ বাঙালী জাতিকে বিশ্বের দরবারে পরিচিত করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সফল এ নায়ককে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতের আঁধারে নির্মমভাবে হত্যা করা হয়। পাষন্ড খুনিরা ৯ বছরের শিশু শেখ রাসেলকেও হত্যা করতে পিছ পা হয়নি। এ হত্যাকান্ডে বিশ্বাসী স্বাধীনতা বিরোধীরা চক্রান্ত করেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করলে বাংলাদেশের নাম-নিশানা থাকবে না। এ দেশে আ’লীগের অস্তিত্ব থাকবে না। তাদের সে ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। আ’লীগ ঠিক আছে এবং থাকবে। মৃত বঙ্গবন্ধু আরো জনপ্রিয় ও শক্তিশালী। বাংলার স্বাধীনতা যিনি এনে দিয়েছেন তিনি মানুষের হৃদয়ে আজীবন থাকবেন। স্বাধীনতা বিরোধীদের বয়কট করবেন, ঘৃণা করবেন। এ বিশ্ব যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর এ সোনার বাংলাদেশ থাকবে। তিনি মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাঈদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ বেগম, চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, জিএম মীর হোসেন মীরু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ শাহজালাল মজুমদার, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহম্মেদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুল হাসান মুরাদ। এসময় উপজেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাবেকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন