বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক মাজেদুল নয়নের ভ্রমণবিষয়ক বই ‘সিংহ শহরের দিনরাত’

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২১, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক মাজেদুল নয়নের ‘সিংহ শহরের দিনরাত’ নামক ভ্রমণবিষয়ক বইটি। বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার পুথিনিলয়ের ৩০১-০৩ স্টলে৷

সাংবাদিক মাজেদুল নয়ন জানান, ‘সিংহ শহরের দিনরাত’ আমার দ্বিতীয় গল্পের ভ্রমণ বই। এখন আর ভ্রমন জানতে বা কোন স্থান সম্পর্কে জানতে বই না পড়লেও চলে বলে মনে করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ এসব পাওয়া যাচ্ছে। তাই এটাকে ভ্রমনের বই না বলে, ‘গল্পের ভ্রমণ’ বলতেই ভাল লাগছে৷ দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরে এশিয়ার অন্যান্য দেশ থেকে আসা বেশ কিছু মানুষের ছোট ছোট গল্প নিয়েই এই ভ্রমনের গল্প। যেখানে মূলত পুরো সিঙ্গাপুর চষে বেড়িয়েছে গল্পের চরিত্রগুলো। দেশের সীমানা পেরিয়ে ভিন্ন ধর্ম, জাতি আর ভাবনার মানুষগুলোর কাছে আসা, টানাপোড়ন আর জীবনযাপনের গল্প নিয়েই ‘সিংহ শহরের দিনরাত।’
কনক্রিটের শহরের বাইরেও সাংবাদিকের চোখে সিঙ্গাপুরের অন্ধকার, বাহুল্যতা, আবেগ আর ভালবাসার গল্প এই ভ্রমনে৷ দুনিয়াজুড়ে চলা সাংবাদিকতার কিছু ট্রেন্ড পাওয়া গেলেও এটা অনেক শিক্ষনীয় কোন বই নয়। যারা শিক্ষা গ্রহণের পাঠক তাদের জন্য এই বই নয়, আবার যাদের বই পড়ার অভ্যাস নেই, তাদের জন্যেও এই বই নয়। সিঙ্গাপুরে জমা তিন মাসের গল্পগুলো আনন্দ নিয়ে পড়তে যাদের আগ্রহ, তাদের জন্যই ‘সিংহ শহরের দিনরাত।’

মূল্যঃ ২৫ শতাংশ ডিসকাউন্টের পর ২০২ টাকা মাত্র।

আর পড়তে পারেন