বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৭, ২০১৮
news-image

মোঃ জাহাঙ্গীর অালম হৃদয় / আবদুল হান্নান রিপন :-

বর্তমানে  সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক,  অথচ এই সামাজিক মাধ্যমকে কুলসিত করতে একটি কু-চক্রীমহল ফেক আইডি ব্যবহার করে সাধারণ ও শিক্ষিত লোকদের ছবি এবং নাম দিয়ে ফেসবুক আইডি ব্যবহার করছে।

আর ফেক আইডির  কারনেই অনেকেই সামাজিক,  পারিবারিক,  রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছে,  তেমনি একজন ভুক্তভোগী হলেন চাঁদপুর কচুয়া উপজেলাস্থ জগতপুরের আবু সুফিয়ানের ছেলে যার ফেসবুক প্রকৃত  আইডি ইংলিশে Anamul haqe shamim , অথচ এই ব্যাক্তির বাংলা নাম ও ছবি ব্যবহার করে তার আরেক বন্ধু মৃত ওমর আলীর ছেলে  আবদুল হান্নানের নামে বিভিন্ন ধরনের বাজে ছবি,  কমেন্টস করে তাকে সামাজিক, পারিবারিক,  রাজনৈতিকভাবে ছোট করে আসছে,  অথচ আবদুল হান্নান বলছেন আমি এই বেপারে কিছুই জানিনা, যারা ফেক আইডি ব্যবহার করে ফেসবুকে মানুষের সন্মান ক্ষুন্ন করছেন তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি  কামনা করছি।

আর পড়তে পারেন