শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের ব্যর্থ আশরাফুল

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৩, ২০১৮
news-image

স্পোর্টস ডেস্কঃ
চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের প্রথম ইনিংসেও ব্যাট হাতে সুবিধে করতে পারলেন না মোহাম্মদ আশরাফুল। নামের প্রতি সুবিচার করার আগেই ফিরে গেছেন সাজঘরে। শামসুর রহমানের পর অর্ধশতক পূর্ণ করে ঢাকা মেট্রোর হয়ে এ মুহূর্তে লড়ছেন মার্শাল আইয়ুব

সুযোগ কাজে লাগাতে ব্যর্থ আশরাফুল।

৯ উইকেটে প্রথম দিন শেষে করা ২৯২ রানের সাথে দ্বিতীয় দিনে আরও ২০ রান যোগ করে ৩১৭ রানে সিলেট বিভাগের অল-আউট হওয়ার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে ঢাকা মেট্রো।

৪৫ রানের মধ্যে দুই ওপেনার সৈকত আলি (১৬) ও সাদমান ইসলামের (১৮) উইকেট হারানোর পর শামসুর রহমান ও মার্শাল আইয়ুবের ব্যাটে লড়াইয়ে ফিরে ঢাকা মেট্রো। অর্ধশতক তুলে নিয়ে মার্শালের সাথে তৃতীয় উইকেট জুটিতে ১০৪ রান যোগ করেন শামসুর রহমান।

এ যাত্রায়ও অর্ধশতক পূর্ণের পর তা তিন অঙ্কের ঘরে নিয়ে যেতে ব্যর্থ হন তিনি। এনামুল হক জুনিয়রের স্পিন জাদুতে খালেদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। আউটের আগে ৭ চারের মারে করেন ৬৩ রান। এরপর মার্শালের সাথে ক্রিজে যোগ দেন আশরাফুল।

স্বাচ্ছন্দ্যের সাথে ব্যাট করতে থাকলেও ৩ চারে ১৪ রান করে শাহনুরের ফাঁদে পা দেন তিনি। এনামুল হক জুনিয়রের হাতে তালুবন্দী হলে প্রথম ইনিংসে বিদায় ঘন্টা বাজে তার। আর দলীয় ১৬৬ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে দলের।

এরপর প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৩৭তম অর্ধশতক তুলে নেন মার্শাল। তবে সুবিধে করতে পারেননি মেহরাব হোসেন জুনিয়র। এনামুলের দুর্দান্ত থ্রোতে আউট হয়ে ব্যক্তিগত ৬ রানে সাজঘরে ফিরলে দলীয় ১৮১ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে মেট্রো। এ প্রতিবেদন লেখার সময় চাপ কাটিয়ে ওঠতে জাবিদ হোসেনকে সাথে নিয়ে লড়ে যাচ্ছেন ৫৯ রানে অপরাজিত ত্থাকা মার্শাল।

ষষ্ঠ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৯ রানের জুটিতে প্রথম ইনিংসে এ মুহূর্তে ঢাকা মেট্রোর সংগ্রহ ৫ উইকেটে ১৯০ রান। প্রথম ইনিংসে প্রতিপক্ষের চেয়ে এখনো ১২২ রানে পিছিয়ে আছে দলটি।

আর পড়তে পারেন