শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেইসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে কুবি শিক্ষককে প্রশাসনের চিঠি

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০১৭
news-image

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে মন্তব্য করায় কুমিল্লা বিশ^বিদ্যালয়ের(কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আসাদুজ্জামানকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবারে স্বাক্ষর হলেও ঐ শিক্ষক হাতে পান বুধবার। এই চিঠি দেয়াকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করছে কুমিল্লা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি।
চিঠি সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে দুর্নীতি, দায়সারাভাবে নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহাবের অভিযোগ তুলে গত ৩১ জুলাই ঐ শিক্ষক ফেইসবুকে তার ব্যক্তিগত প্রোফাইলে স্ট্যাটাস দেন। এ অভিযোগের বিষয়ে তথ্য প্রমাণাদিসহ লিখিত বক্তব্য রেজিস্ট্রারের নিকট আগামী ৭ কার্যদিবসের মধ্যে উপস্থাপনের জন্য বলা হয়।
এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: আসাদুজ্জামান বলেন, ‘স্বয়ং উপাচার্যই বলেছেন, ভাস্কর্য নির্মাণে নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। আমি এর প্রেক্ষিতেই ফেইসবুকে লিখেছি। আর প্রথমে যদি মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার করা হতো তাহলে আগের ভাস্কর্য সরিয়ে নতুন ভাস্কর্য কেন বসানো হলো। উপাচার্যের দমনমূলক কর্মকান্ডের অংশ হিসেবে উদ্দেশ্যমূলক ভাবে আমাকে এ চিঠি দেওয়া হয়েছে।’
রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার বলেন, ‘উপাচার্যের নির্দেশক্রমে এ চিঠি দেওয়া হয়েছে। ঐ শিক্ষকের কাছে কোন তথ্য প্রমান থাকলে তিনি তা উপস্থাপন করবেন।’


এ দিকে শিক্ষকদের চিঠি দেওয়ার বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ। শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উপাচার্য খামখেয়ালিপনায় মেতে উঠেছেন। শুধু ঐ শিক্ষকের নয় শিক্ষক সমিতির কথাই ছিল যে, ভাস্কর্যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যার ফলে ত্রুটিপূর্ণ ভাস্কর্য সরিয়ে নতুনভাবে বসানো হয়েছে।’
উল্লেখ্য, সম্প্রতি বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংকুচিত জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকৃত ভাস্কর্য নির্মাণ করায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতি, শাখা ছাত্রলীগ প্রতিবাদ করে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় সেই ভাস্কর্য সরিয়ে নিতে বাধ্য হয় প্রশাসন। ভাস্কর মৃনাল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘কুমিল্লা বিশ^বিদ্যায়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ কাজ শুরু করার সময় বিশ^বিদ্যালয়ের ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পরিচয় দিয়ে আমার কাছে চাঁদা দাবী করা হয়। ভাস্কর্য নির্মাণে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ থাকায় তা সরিয়ে নতুনভাবে স্থাপন করা হয়েছে।”

আর পড়তে পারেন