শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুল সজ্জিত গাড়িতে চড়ে চাঁদপুর থেকে বিদায় নিলেন এসপি শামসুন্নাহার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১২, ২০১৮
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর :
বদলী জনিত কারণে চাঁদপুর থেকে বিদায় নিয়েছেন পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার, পিপিএম।

রবিবার (১২ আগস্ট) বিকেলে তাকে আবেগময় পরিবেশে ফুলেল পথ বেয়ে অশ্রুসিক্ত নয়নে বিদায় নেন তিনি।

গাজীপুর জেলায় যোগদানের উদ্দেশ্যে সন্ধ্যা ৬টার দিকে পুলিশের ঐতিহ্যগত প্রথা অনুযায়ী ফুল সজ্জিত গাড়িতে রশি টেনে জেলার সকল পুলিশ অফিসার তাঁকে বিদায় জানান। এ সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। এদিন সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। মতবিনিময় সভায় তিনি বলেন, জনবান্ধব হবার জন্যে কাজ করেছি। আমার প্রথম কর্মস্থলের জেলা হলো চাঁদপুর। আমি এবং আমার পরিবার মিলে চাঁদপুরে থেকে অনেক আনন্দ পেয়েছি এবং এ জেলার জন্যে কাজ করে নিজেকে ভাগ্যবান মনে করছি।চলতি মাসের প্রথম সপ্তাহে তাঁর বদলির খবরটি চাঁদপুরে জানাজানি হয়। এরপর গত কয়েক দিনে জেলা প্রশাসন, পুলিশের বিভিন্ন বিভাগ, প্রেসক্লাব, চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। এসপি শামসুন্নাহার নিজে কেঁদে গেলেন এবং চাঁদপুরের সকল স্তরের মানুষকে কাঁদিয়ে গেলেন গাজীপুরের উদ্দেশ্যে।

এর আগে বুধবার (১ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক পরিপত্রে তাঁকে গাজীপুরে বদলি করা হয়। একই পত্রে পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএমকে চাঁদপুর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। ওই পরিপত্রে দেশের ১২ জেলার পুলিশ সুপার রদবদলের নির্দেশনা রয়েছে।

আর পড়তে পারেন