মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১০ লাখ টন তেজস্ক্রিয় পানি সমুদ্রে ফেলার সিদ্ধান্ত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৪, ২০২১
news-image

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমপক্ষে ১০ লাখ টন তেজস্ক্রিয় দূষিত পানি সমুদ্রে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাপান।

সংবাদমাধ্যম দ্যা ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশটির পক্ষ থেকে জানানো হয়, ওই পানি পরিশোধন করে সব ধরনের ক্ষতিকর উপাদান সরিয়ে ফেলা হয়েছে। তাই ওই পানি সমুদ্রে ফেলা নিরাপদ।

জাপানের ওই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে, বিশ্বের অন্যান্য দেশে পারমানবিক কেন্দ্রের বর্জ্য নিষ্কাশনের মতোই এটি। কিন্তু জাপান সরকারের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে চীন, দক্ষিণ কোরিয়াসহ প্রতিবেশি কয়েকটি দেশ।

আর পড়তে পারেন