শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফাইনালে সেই চেন্নাইি আর মুম্বাই

আজকের কুমিল্লা ডট কম :
মে ১১, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :

এর আগেই আইপিএলের ফাইনালে ৩ বার মুখোমুখি হয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দুই দল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। দুই দল ফাইনালে খেলেছে গত বছরও। এবারও চতুর্থ বারের মতো সেই দলই শিরোপার লড়াইয়ে মুখোমুখি। প্রথম কোয়ালি ফায়ারে চেন্নাইকে হারিয়ে মুম্বাই ফাইনালের টিকিট কেটে রেখেছিল আগেই। গতকাল দ্বিতীয় কোয়ালি ফায়ারে দিল্লিকে হারিয়ে ফাইনালে পা রেখেছে মেহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসই।

বিশাখাপত্তমে কাল লো স্কোরিং ম্যাচে তারুণ্য নির্ভর দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে অষ্টম বারের মতো ফাইনালে উঠেছে চেন্নাই। প্রথমে ব্যাট করে দিল্লি গড়ে ৯ উইকেটে মাত্র ১৪৭ রানের পুঁজি। ফ্যাফ ডু প্লেসি ও শেন ওয়াটসনের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৪ উইকেট হারিয়ে ১ ওভার বাকি থাকতেই লক্ষ্যে (১৫১/৪) পৌঁছে যায় চেন্নাই।

১৪৮ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার ডু প্লেসি ও অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন ৮১ রান। সেটিও মাত্র ১০.২ ওভারে। চেন্নাইয়ের অষ্টম ফাইনাল মূলত নিশ্চিত হয়ে যায় তাতেই। এর পর সুরেশ রায়না, আম্বাতি রাইডু, অধিনায়ক ধোনি মিলে বাকি রাস্তাটুকু সহজেই পাড় করেছেন।

ডু প্লেসি-ওয়াটসন, দুইজনেই করেছেন হাফ-সেঞ্চুরি। দুইজনেই করেছেন সমান ৫০ রান করে। ৭ চার ও ১ ছক্কায় ডু প্লেসি ইনিংসটা খেলেন ৩৯ বলে। ওয়াটসনের ব্যাটের ঝড়টা তার চেয়েও প্রবল ছিল। সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার পঞ্চাশ ছোঁয়া ইনিংসটা খেলেছেন ৩২ বলে, ৩ চার ও ৪ ছক্কায়।

এ ছাড়া রায়না ১৩ বলে ১১, রাইডু ২০ বলে ২০, ধোনি ৯ বলে ৯ রান করেছেন। ব্যাটিংয়ে নামা চেন্নাইয়ের আরেক ব্যাটসম্যান যোয়াইন ব্রাভো একটা বল মোকাবিলা করলেও রান করার সুযোগ পাননি। তার আগেই জিতে যায় চেন্নাই।

এর আগে দিপক চাহার, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহির, ডোয়াইন ব্রাভোদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৪৭ রান করতে পারে দিল্লি। রিশভ পান্ত সর্বোচ্চ ৩৮, কলিন মুনরো ২৭, শেখর ধাওয়ান ১৮, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১৩ রান করেন।

চেন্নাইয়ের পক্ষে দিপক চাহার, হরভজন, জাদেজা ও ব্রাভো, ৪ জনেই নেন ২টি করে উইকেট। ইমরান তাহির নেন একটি। ম্যাচ সেরার পুরস্কার প্রাপ্তির দৌড়ে চেন্নাইয়ের অনেকেই ছিলেন। তবে ম্যাচ শেষে পুরস্কারের হাসিটা হেসেছেন ফ্যাফ ডু প্লেসি।

মুম্বাই, চেন্নাই-দুই দলই সমান ৩ বার করে শিরোপা জিতেছে। এবার লড়াইটা এগিয়ে যাওয়ার। আগামীকাল রোববার কোন দল জিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এগিয়ে যেতে পারে, কৌতূহলের বিষয় এখন সেটিই।

আর পড়তে পারেন