শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফাইনালে ব্যাটিং বিপর্যয়ে ভারত

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৪, ২০১৬

স্পাের্টস ডেস্ক: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে এই ফাইনাল হচ্ছে। প্রতিবেদন পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান। সরফরাজ খান ৩৭ এবং মায়ানব দাগর ৭ রানে ক্রিজে আছেন। এর আগে শ্রীলংকাকে হারিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে ওঠে ভারতীয় যুবারা। আর স্বাগতিক বাংলাদেশকে কাঁদিয়ে দ্বিতীবার ফাইনাল খেলছে ক্যারিবীয়রা।

এর আগে ভারত সর্বোচ্চ তিনবার যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে। একবার হাতছাড়া হয়েছে, ২০০৬ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে। এবার কি রাহুল দ্রাবিড়ের শিষ্যরা পারবে রেকর্ড চারবার শিরোপা ঘরে তুলতে? নাকি ক্যারিবীয়রা প্রথম স্বপ্নের বাস্তবায়ন ঘটাবে, তা সময়ই বলে দেবে। তবে আজকের ম্যাচ দিয়ে বাংলাদেশে গত ২৭ জানুয়ারি শুরু হওয়া যুব বিশ্বকাপের মিলনমেলা শেষ হবে।INDIA

আর পড়তে পারেন