শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফরাজীকান্দি ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৮, ২০১৭
news-image

মো. দ্বীন ইসলাম:
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে গরিব শীতার্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ শাখা কর্তৃক বরাদ্দকৃত কম্বল বিতরণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার সকালে ছোটহলদিয়া বাজারে কম্বল বিতরণ করেন ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ শাখা কর্তৃক বরাদ্দকৃত কম্বল পেয়ে গরিব শীতার্তরা আবেগ-আপ্লুত হয়ে পড়েন। অনেকে দু’হাত তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য’র জন্য দোয়া করতে দেখা গেছে। বিতরণকালে ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ বলেন, হাড় কাঁপানো এই শীতে আমার ফরাজীকান্দি ইউনিয়নের অনেক মনুষ গরম বস্ত্রের অভাবে কষ্ট করছে। সমাজে অনেক বিত্তবান ব্যক্তি রয়েছে তারা যদি অসহায় গরীব দুঃস্থ্যদের পাশে এসে দাঁড়ায় তাহলে তাদের শীতের কষ্ট দূরহবে। শীতার্থদের পাশে দাঁড়াতে সমাজের প্রতিজন বিত্তবানের প্রতি আহবান জানান।

ফরাজীকান্দি ইউনিয়নের অসহায় দু:স্থ গরীর পরিবারের মাঝে ৩শ ৭৫পিছ কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী বশির সরকার, ইউপি সদস্য আ. হালিম সরকার, মাহবুব আলম মিস্টার, খোকন প্রধান, জাকির হোসেন, খাজা আহম্মেদ, শফিকুল ইসলাম পাটোয়ারী, সালাউদ্দিন, ঈসমাইল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন