শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফরাজীকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৬, ২০১৭
news-image

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে কাজ করে যাচ্ছে। সহযোগী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর অংশীদার হিসেবে বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল শনিবার সকালে এ সম্পর্কে র‌্যালি সভা অনুষ্ঠিত হয়।

ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশের নেতৃত্বে ছোটহলদিয়া বাজার থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সর্দারকান্দি বাদামতলী সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন- গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. সগির আহমদ, ইউপি সদস্য আবদুল হালিম, মাহবুব আলম মিষ্টার, মো. সালাউদ্দিন, নাছির উদ্দিন মুন্সি, তফুরা বেগম, মধু মালা বেগম, ইউনিয়ন গ্রাম আদালত সহকারী মো. মামুন, তথ্যসেবা কেন্দ্রের উদ্ধোক্তা মো. শাওন হাওলাদার।

এ সময় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ বলেন, বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত ব্যবস্থা চালু করেছে। আমরা খুব সহজেই স্বল্প খরচে গ্রাম আদালতে সঠিক বিচার পেতে পারি। এ বিষয়ে তাই সচেতনতা বাড়াতে হবে।

তিনি আরো বলেন, গ্রাম আদালত সম্পর্কে ইউনিয়ন পরিষদে সেবা গ্রহন করতে পারবে গ্রাম আদালত ইউনিয়ন পরিষদে কাজ করে। গ্রামের নারী-পুরুষ সবাই এর সেবা পেতে পারে। এছাড়াও স্থানীয়ভাবে সহজে কম খরচে দ্রুত বিরোধ নিষ্পত্তি করা হয়। ৭৫ হাজার টাকা মূল্যমানে ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি হয়ে থাকে ও কোন আইনজীবি দরকার হয়না। নিজেই প্রতিনিধি মনোয়ন করতে পারবে এবং বিচারিক কাজে অংশগ্রহণ করবেন।

আর পড়তে পারেন