বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফণীর বার্তা বয়ে কুমিল্লায় হঠাৎ বৃষ্টি!

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
শক্তিশালী ঘূর্ণিঝড়ে ফণী ধেয়ে আসছে। ভারতে স্থানীয় সময় ৩ মে, শুক্রবার সকালে ফণী আছড়ে পড়েছে ওডিশার উপকূলবর্তী এলাকায়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ কিলোমিটার। ওডিশা উপকূলে ফণী আঘাতের পর পরই কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ফণী ওডিশা উপকূল ধরে পশ্চিমবঙ্গে ঢুকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে আসবে। ফণীর প্রভাবেই কুমিল্লাসহ দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে।

প্রচণ্ড গরমে চারদিক অস্থির। নগরের জনজীবন বিপর্যস্ত ছিল। বাড়ছিল গরমে স্বাস্থ্য-সমস্যা, রোগ। ঘামাচি কিংবা পানি স্বল্পতার মতো সমস্যা প্রায় প্রত্যেকেরই হচ্ছিল, আবার কেউ কেউ হিট স্ট্রোকের মতো মারাত্মক সমস্যায় আক্রান্ত হয়েছেন। তবে সকালের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে নগরবাসীর।

ফণীর প্রভাবে কুমিল্লায় বেশ কয়েকটি উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস বইছে। গেল কয়েকদিনের প্রচণ্ড তাপদাহ ও গরম শেষে আজ ভোর থেকে বৃষ্টি শুরু হয়।

আর পড়তে পারেন