শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘ফণী’র প্রভাবে কুমিল্লায় প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টিপাত, প্রচুর ক্ষয়-ক্ষতির আশংকা

আজকের কুমিল্লা ডট কম :
মে ৪, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল, ঘূর্ণিঝড় ফণী আঘাত হানছে বাংলাদেশের উপর দিয়ে। তবে, অনেকেরই যেনো তর সইছিল না। প্রচণ্ড গরমে জন-জীবন যখন অতিষ্ট, তখন এই বৃষ্টি ও ঝড় কিছু মানুষের জন্য আশীর্বাদ হলেও অনেকের জন্যই তা অভিশাপ।

শুক্রবার রাতেই কয়েকদফা ভারী বৃষ্টিপাত শুরু হয়। আজ শনিবার আনুমানিক ভোর পাঁচটা নাগাদ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে কুমিল্লায় শুরু হয় ভয়াবহ ঝড়-বৃষ্টি। চলে একনাগাড়ে সকাল ৭টা পর্যন্ত। এ সময় ঘন্টায় প্রায় ৮০-৯০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস প্রবাহিত হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর ক্ষয়-ক্ষতি হয়। গাছে থাকা আম ও মৌসুমি ফল ঝরে পড়ে যায়। বেড়ে গেছে পুরাতন গোমতী নদীর পানি।

ক্ষয়ক্ষতির পরিমাণ সাময়িকভাবে না জানা গেলেও আশংকা করা যাচ্ছে কুমিল্লার নিমসার, বুড়িচং, ক্যান্টনমেন্ট ও লালমাই এলাকার কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। শাক-সবজি ও মাঠের পাকা ধান ঝরে গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘন্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। কুমিল্লা এবং এর আশেপাশের অঞ্চলগুলোকে ৬ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আর পড়তে পারেন