শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাণীবিজ্ঞান অলিম্পিয়াডে উচ্চ মাধ্যামিক শাখায় সারাদেশে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার মোহছেনা নাহিয়ান

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৭, ২০১৭
news-image

কলেজ প্রতিনিধি :
বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির আয়োজনে প্রাণীবিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭এ উচ্চ মাধ্যমিক পর্যায়ে চ্যম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থী মোহছেনা নাহিয়ান।

সারাদেশে ১০টি বিভাগীয় অঞ্চলের প্রায় ২০০শতাধিক কলেজের ১৪০০ শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক বিভাগীয় অঞ্চলের ২ জন করে প্রতিযোগিকে বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ নিধারণ করে।পরে এই ১০ বিভাগীয় অঞ্চলের মোট ২০ জনের মধ্যে চুড়ান্ত প্রতিযোগীতা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়।

এই চুড়ান্ত প্রতিযোগীতায় মোহছেনা নাহিয়ান চ্যাম্পিয়ন হয়েছে বলে নিশ্চিত করে জানান ভিক্টোরিয়া কলেজ প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ড. মহিউদ্দিন মোঃ শাহাজাহান ভুইয়াঁ।এই বিষয়ে ভিক্টোরিয়া কলেজ প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অমিতাভ কুমার বাড়ৈ বলেন সারাদেশের অসংখ্যা কলেজের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগীতা করে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মোহছেনা নাহিয়ানেরর এই অর্জন এটি খুব প্রসংশনীয়।তার এই অর্জনে ভিক্টোরিয়া কলেজে তথা পুরো কুমিল্লা অঞ্চলের মুখ উজ্জল করেছে।তার এই অর্জনের মাধ্যমে শিক্ষা জীবনে পড়ালেখার গতি আরো একধাপ বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস।

আর পড়তে পারেন