বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধান বিচারপতির বিরুদ্ধে আনীত দালিলিক প্রমাণসহ কিছু অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে- সাবেক আইনমন্ত্রী মতিন খসরু এমপি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৪, ২০১৭
news-image

 

মোঃ আশিকুর রহমান আশিকঃ

সাবেক আইনমন্ত্রী, আইন বিচারও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরু এমপি  বলেছেন, প্রধান বিচারপতির বিরুদ্ধে দালিলিক প্রমাণসহ কিছু অভিযোগ আনা হয়েছে, তদন্তে তা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে| আইন তারঁ নিজস্ব গতিতে চলবে|

শনিবার (১৪ অক্টোবর)দুপুরে কুমিল্লা বুড়িচংয়ের ছয়গ্রামে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধনকালে সাবেক আইনমন্ত্রী এসব কথা বলেন|

আবদুল মতিন খসরু আরো বলেন, প্রধান বিচারপতি নিজ স্বাক্ষরিত চিঠিতে মহামান্য রাষ্ট্রপতির কাছে অসুস্থতা কারণে ছুটি চেয়ে আবেদন করেছেন । আবার তিনিই মৌখিকভাবে বলছেন আমি সম্পূর্ণভাবে সুস্থ| আমরা কোন কথায় বিশ্বাস করব? লিখিত না মৌখিক?তিনি একেকবার একেক কথা বলেন।

তিনি বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে বিভিন্ন সভা সেমিনারে তিনি বলেছেন বিচার বিভাগ স্বাধীন| আবার কিছু মানুষের সামনে বলেন বিচার বিভাগ স্বাধীন নেই| তিনি নিজেই নিজের কথায় ঠিক থাকতে পারেননা|

সাবেক আইনমন্ত্রী আরো বলেন, আমরা চাই তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আবার দায়িত্ব পালন করুন|

ইসলামী ব্যাংক .বাংলাদেশ লিমিটেড-এর কুমিল্লা  ছয়গ্রাম বাজার কেন্দ্র-এর  উদ্বোধন করেন সাবেক আইনমন্ত্রী,বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু এমপি। পরে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো: মাহবুব উল আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের নির্বাহী,স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন|

স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জোন প্রধান,এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমিরুল ইসলাম|

স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য দেন -,কুমিল্লা জজকোটের সাবেক পিপি এড.আবুল হাশেম খান,সাবেক উপজেলা চেয়ারম্যান,জেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন,বাকশিমুল্ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা মাষ্টার প্রমুথ।

 

 

 

আর পড়তে পারেন