শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির পাঁচ ছাত্রী

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১০, ২০১৮
news-image

 

শাহাদাত বিপ্লব, কুবি :

অনুষদভিত্তিক স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি স্বরূপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক।

সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০১৭ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৫৯ জন শিক্ষার্থীর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ জনের নাম রয়েছে। ৫ শিক্ষার্থীরর সবাই ছাত্রী।

স্বর্ণ পদকের জন্য মনোনীতরা হলেন, কলা ও মানবিক অনুষদ থেকে বাংলা বিভাগের সাবেকুন নাহার (৩.৫), সমাজ বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের সায়েদা সুরাইয়া সুলতানা (৩.৮৩), বিজ্ঞান অনুষদ থেকে গণিত বিভাগের মাহিনুর আক্তার (৩.৮৭), ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে মার্কেটিং বিভাগের তানজিনা ইয়াসমিন (৩.৯৩) ও প্রকৌশল অনুষদ থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের তাহমিনা আক্তার (৩.৮৯)।

আর পড়তে পারেন