শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর হাত ধরে ছাত্ররাই পারে দেশকে এগিয়ে নিতে ……এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৪, ২০১৮
news-image

 

মাহবুব আলম আরিফ:
ছাত্রদের কে ছাড়া পৃথিবীর কোন দেশই উন্নতির কথা চিন্তাও করতে পারে না। কারন তাদের মাঝেই লুকিয়ে আছে একেক জন বিখ্যাত মানুষ। আর যে সংগঠন টি ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে প্রতিষ্ঠা করে গেছেন। আমি মনে করি সেই সংগঠনের সদস্যরা আমাদের কাছে একেক জন জাতির পিতার রেখে যাওয়া আর্দশ। তাই ছাত্ররাই পারে মানোনীয় প্রধানমন্ত্রীর হাত ধরে দেশকে উন্নতির পাথে এগিয়ে নিয়ে যেতে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে মুরাদনগর থানা ছাত্রলীগ এক বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কবি নজরুল মিলনায়তনে কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মুরাদনগর থানা ছাত্রলীগের আহব্বায়ক মোঃ ফয়ছাল আহম্মেদ নাহিদের সভাপতিত্বে সদস্য মোঃ শরীফ খান্দানীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক বাবু পার্থ সারথী দত্ত, যুন্ম সাধারন সম্পাদক কাজী আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, মোঃ জহিরুল ইসলাম জুয়েল, আরিফুল ইসলাম সাহেদ, উত্তর জেলা কৃষকলীগের সদস্য আক্তার হোসেন মেম্বার, উপজেলা কৃষকলীগের আহব্বায়ক আঃ রহিম সরকার, উত্তর জেলা মৎসজীবীলীগের যুন্ম আহব্বায়ক মোঃ রাজিব মুন্সি ভাগিনা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মহসিন হায়দার, যুবলীগ নেতা আহসান হাবিব শামিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহেদুল হক সুজন, সাবেক সহ-সভাপতি বশিরুজ্জামান মুন্সি, মুরাদনগর থানা ছাত্রলীগের যুন্ম আহব্বায়ক মোঃ শফিকুল ইসলাম তুহিন প্রমুখ।

 

আর পড়তে পারেন