শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হাইমচরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলমান

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১, ২০১৮
news-image

 

বিএম ইসমাইল, হাইমচর ঃ
হাইমচর উপজেলায় আগামী ৮ মার্চ শুরু হওয়া ৬ষ্ঠ জাতীয় কমডেকা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে হাইমচর উপজেলার রাস্তা-ঘাট নির্মান ও সংস্কার , ভবন নির্মান ও সংস্কার, সজ্জিতকরন, পরিস্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে।

হাইমচর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুর রহমান জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা পরিষদের পক্ষ হতে এলাকার ব্যাপক উন্নয়নের কাজ চলমান রয়েছে। হাইমচরে প্রধানমন্ত্রীর পর্দাপনে এলাকার মানুষের ভাগ্যের রূপকাঠির পরিবর্তন হবে। ৬ষ্ঠ কমডেকা উপলক্ষে এলাকার জনগনের সহযোগিতা এলাকার রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়নের কাজ করছি। এদের মধে ৫.৫ কিলোমিটার রাস্তা মেন্টানিজ, ১.২ কিঃমিঃ রাস্তা নতুন ভাবে নির্মান, বিশ্ব ব্যাংকের সহয়তায় মেঘনার বাধ প্রকল্পের পাশে ১২কিঃমিঃ রাস্তা নতুন ভাবে নির্মান, সরকারী উন্নয়নমুলক প্রকল্পের আওয়াতায় কাজ হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানাযায়, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনামুলক ৪কিঃমিঃ এইচ বিবি করন প্রকল্প বাস্তবায়িত, তিন কিঃ মিঃ এরিয়া বিদ্যুৎ এর ব্যবস্থা সম্পূর্ন করা হয়েছে। এছাড়াও উপজেলা ডাক-বাংলর , উপজেলা পরিষদের ও হাইমচর স্বাস্থ্য কমপ্রেক্স পাচির সৌন্দর্য্য বর্ধনে কাজ চলমান।

আর পড়তে পারেন