বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মামলায় গ্রেফতার দুই

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩১, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩১ মে) সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ফটিকছড়ি উপজেলার বিএনপির নেতা মনছুর আলম চৌধুরী (৪৭) ও নুরুল ইসলাম মেম্বার (৬০)।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসাইন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তি মামলায় ওই দুইজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার (২৯ মে) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে। এ অভিযোগে (৩০ মে) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রধান আসামি করে আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন।

আর পড়তে পারেন