শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রত্নতত্ত্ব অধিদপ্তর,কুমিল্লার কাছে ৬টি মূর্তি হস্তান্তর

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৪, ২০২০
news-image

 

শাহ ইমরানঃ

নোয়াখালী জেলা প্রশাসন কর্তৃক প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আঞ্চলিক পরিচালক চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় অফিসের মাধ্যমে ময়নামতি জাদুঘর, কুমিল্লায় সংরক্ষণ ও প্রদর্শনের জন্য কালো পাথরের প্রত্ননিদর্শন হস্তান্তর  করা হয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসন কর্তৃক মঙ্গলবার কালো পাথরের ছয়টি প্রত্ননিদর্শন ময়নামতি জাদুঘর, কুমিল্লার ব্যবস্হাপনায় প্রদর্শনের জন্য মূর্তি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

প্রত্ননিদর্শন হস্তান্তরের পক্ষে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস ও জেলা প্রশাসনের এনডিসি  ইলিশায় রিছিল এবং মূর্তিগুলো গ্রহণের পক্ষে ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান, ময়নামতি জাদুঘর, কুমিল্লার কাস্টোডিয়ান মো. হাফিজুর রহমান এবং আঞ্চলিক পরিচালক কার্যালয়ের গবেষণা সহকারী মো. ওমর ফারুক ৷  এছাড়া আরও অনেক সুধীবৃন্দ উপস্থিত ছিলেন ৷

প্রত্ননিদর্শন হস্তান্তর শেষে জেলা প্রশাসক  তন্ময় দাস বলেন, নোয়াখালী জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ইতিহাস-ঐতিহ্যের চিহ্নযুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ ও উদ্ধারের মাধ্যমে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখায় সংরক্ষণ ছিল, এই মূল্যবান প্রত্ননিদর্শনগুলো সকল প্রকার দর্শনার্থীরা যেন প্রদর্শনের মাধ্যমে অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারে সেজন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় আঞ্চলিক পরিচালকের মাধ্যমে কুমিল্লার ময়নামতি জাদুঘরে প্রদর্শনের জন্য হস্তান্তর করা হলো ৷

আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান বলেন, আজকে যে প্রত্ননিদর্শনগুলো ময়নামতি জাদুঘরে প্রদর্শনের জন্য সংগ্রহ করা হলো তা অমূল্য রাষ্ট্রীয় সম্পদ ৷ এগুলো একটি দেশের ইতিহাস-ঐতিহ্যের পরিচয় তুলে ধরে ৷ এখানে যে ছয়টি প্রত্ননিদর্শন সংগ্রহ করা হলো তার মধ্যে- কালো পাথরের ৩ টি বৌদ্ধ ধর্মীয় মূর্তির ভাঙ্গা অংশটি সবচেয়ে পুরাতন ৷ এর সময়কাল আনুমানিক ৯ম-১০ম শতকের, ১টি কালো পাথরের শিব লিঙ্গ এর সময়কাল আনুমানিক- ১১-১২ শতক, ২ টি মোঘল আমলের প্রাচীন তরবারি যার সময়  ১৬-১৭ শতকের এবং ১টি আন্তর্জাতিক সীমানা পিলার যার সময়কাল আনুমানিক ১৯ শতক ৷ এই নিদর্শনগুলো চারটি পর্যায়ের যুগকে ধারণ করে ৷

পরিশেষে আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান জেলা প্রশাসকের মাধ্যমে সাংবাদিকদের কাছে নোয়াখালী জেলায় প্রত্নতাত্ত্বিক জেলা জাদুঘর চালুকরণের মাধ্যমে এই জেলার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রস্তাব জোড়ালোভাবে উপস্থাপন করেন ৷

আর পড়তে পারেন