শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রকৃতি সেজেছে কৃষ্ণচূড়ার রঙে

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩, ২০১৯
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুর :

চাঁদপুরে প্রচন্ড খরতাপেও চোখ জুরানোর সাথে প্রশান্তি নিয়ে এসেছে অগ্নিরাঙ্গা কৃষ্ণচূড়া। শহর কিংবা গ্রাম এখন সবখানেই প্রকৃতি প্রেমিদের হাতছানি দিচ্ছে বর্ণিল কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার রঙ্গে রঙ্গিন হয়ে উঠেছে পুরো চাঁদপুর। রোদ্রতাপের প্রখরতায় ভরা প্রকৃতিতে ফুটে থাকা কৃষ্ণচূড়া সৌন্দর্য বিলোচ্ছে পুরো শহর কিংবা গ্রামের আনাচে-কানাচে।

গত কয়েকদিনে চাঁদপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৈশাখের রুদ্র-রোষে পুড়তে থাকা প্রকৃতিকে রাঙিয়ে দিতে নিজের সবটুকু রঙ ছড়িয়ে দিয়েছে কৃষ্ণচূড়া।

উষ্ণ আবহাওয়ায় ছায়া দিতে বিশেষভাবে উপযুক্ত এ গাছটি সৌন্দর্য ছড়াতে ছড়াতে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার, জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউজ, পুলিশ সুপারের বাসভবন, চঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে গাবতলী এলাকা ছাড়াও বিভিন্ন রাস্তার মোড়ে-মোড়ে, অফিস প্রাঙ্গণ কিংবা বাসভবনের সামনে অসংখ্য কৃষ্ণচূড়া গাছ ডাল-পালা ছাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে।

কেবল শহরেই নয়, কৃষ্ণচূড়া তার নয়নাভিরাম সৌন্দর্যে রাঙিয়ে তুলেছে গ্রামের সবুজ প্রান্তর, আঁকাবাঁকা মেঠোপথ ও বাড়ির আঙ্গিনা, পুকুর ঘাট, নদীর আল।

আর পড়তে পারেন