শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পোড়ানো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৮, ২০২০
news-image

 

আন্তর্জাতিক ডেস্কঃ

কৃষকদের ডাকা ৪ ঘণ্টার ভারত বন্ধ কর্মসূচির আগেই মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষক আন্দোলনে নৈতিক সমর্থন দেওয়া বামপন্থী দলগুলো লাল ঝাণ্ডা হাতে নিয়ে রাজ্যের প্রধান প্রধান সড়ক ও রেললাইন অবরোধ করে। পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল।

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসও বিতর্কিত কৃষি আইন বাতিল দাবিতে চলমান কৃষক আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে। এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তে সোমবার (০৭ ডিসেম্বর) ধর্ণা দেওয়ার ঘোষণাও দেন মমতা। তবে বাস্তবে তৃণমূলের কাউকে মঙ্গলবারের বনধ কর্মসূচিতে পথে নামতে দেখা যায়নি। এতে, বামপন্থীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল নেত্রী।

এদিকে, সোমবার শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় ‘উত্তরকন্যা’ ঘেরাওয়ের সময় বিজেপির এক কর্মীর মৃত্যুর প্রতিবাদে এদিন উত্তরের জেলাগুলোতেও বিজেপির ডাকে ১২ ঘণ্টার পাল্টা বনধ কর্মসূচি পালন করা হয়। বিষয়টি নিয়ে বিজেপি-তৃণমূল শিবিরে বিরাজ করছে চাপা উত্তেজনা ।

আগামী বছরের মে মাসে মমতার রাজ্যে বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে নির্বাচনী মাঠ দখলে প্রধান দুই শিবিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক উত্তেজনা।

আর পড়তে পারেন