শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পূর্বের আসন বহাল রাখার জন্য দাউদকান্দি মহাসড়কে অবরোধ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৮, ২০১৮
news-image

 

দেলোয়ার হোসাইন আকাইদঃ

দাউদকান্দির সাথে মেঘনাকে রাখার দাবি জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে অবরোধ করছে স্থানীয় লোকজন ও হাসানপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা । ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৮ মার্চ) বেলা সোয়া ১১ টায় উপজেলার মহাসড়কের হাসানপুর ডিগ্রী কলেজের সামনে  অবরোধ শুরু করে।

এ বিষয়ে জানতে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

দাউদকান্দি ও মেঘনা নিয়ে কুমিল্লা-১ আসন  এবং হোমনা ও তিতাস নিয়ে কুমিল্লা-২ পূর্বের সংসদীয়  আসন ছিল।

উল্লেখ্য যে, জাতীয় সংসদের তিনশ’ আসনের সীমানার খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কুমিল্লা-১ আসনে রয়েছে দাউদকান্দি ও তিতাস উপজেলা, কুমিল্লা-২ আসনে রয়েছে হোমনা ও মেঘলা উপজেলা। এছাড়া কুমিল্লা-৬ আসনের সঙ্গে রয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন এবং সেনানিবাস এলাকা আর কুমিল্লা-১০ আসনের সঙ্গে রয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলা এবং লাঙ্গলকোট উপজেলা।

তিনশ’ আসনের মধ্যে ১৬ জেলার মোট ৩৮টি আসনের সীমানায় পরিবর্তন এনে তালিকার গেজেট প্রকাশ করেছে সংস্থাটি।

আর পড়তে পারেন