শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশ সদস্য রিয়াজুল বাচঁতে চায়, দয়া করে সাহায্যের হাত বাড়ান

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২, ২০১৯
news-image

 

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের ফেসবুকে থেকে নেওয়াঃ

মানুষ মরণশীল – এ চরম সত্যটি মেনে নিতে মাঝে-মধ্যেই ভীষণ কষ্ট হয়, কেনো যেন কোন কোন ক্ষেত্রে মেনে নিতে পারিনা। গত দুই বছরের কাছাকাছি হবে পুলিশ পরিবারের এক সদস্যের শারীরিক অসুস্থতা নিয়ে প্রাণপণে লড়াই করে চলেছি, প্রাণান্তকর প্রচেষ্টা তাকে সুস্থ করে তোলার।

নায়েক রিয়াজুল, ডিএমপি’তে কর্মরত, চাকুরির বয়স বছর দশেক হবে, গ্রামের বাড়ি ঝালকাঠি, দুটো কিডনি অকার্যকর, ডায়ালসিস নিচ্ছে, লিভার সিরোসিসে আক্রান্ত। কেনো যেন স্রষ্টা তাকে চরম পরীক্ষায় ফেলেছেন। সে এতটাই সততা নিয়ে কাজ করেছে যে জিপিএফ এর টাকাও কর্তন করে না। রিয়াজুলের পরিবারে স্ত্রী, এক ছেলে (৫ বছর) এবং এক মেয়ে (৩ বছর), বাবা বেঁচে আছেন, মা মার গিয়েছেন গত বছর। বাবা ছেলের অসুস্থতায় নির্বিকারে হাসপাতালের বারান্দায় বসে আছেন, স্ত্রী’র দুঃস্বপ্ন আর রিয়াজুলের ক্ষমা প্রার্থনা, “স্যার আমাকে মাফ করবেন, যা করেছেন তা কেউ কখনোই করেননা, আমার সন্তানদের দেখবেন।” আমি সমাজের সকলের কাছে রিয়াজুলের জন্য দোয়ার পাশাপাশি যারা সচ্ছল তাদের কাছে আর্থিক সহায়তা প্রার্থনা করি। হতে পারে আপনাদের দোয়া আর সহায়তায় রিয়াজুল আবারো সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসতে পারবে।

MD. REAZUL ALAM
DBBL SALARY A/C NO. 101.103.335345
RAJARBAG BRANCH, DHAKA

B-Kash no. 01736340095 (personal)

 

আর পড়তে পারেন