বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশ কনস্টেবল পারভেজকে ২০ হাজার টাকা সম্মানী প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১২, ২০১৭
news-image

মো. আরিফুর রহমান মজুমদারঃ
কুমিল্লা হাইওয়ের পুলিশের কনস্টেবল মোঃ পারভেজ মিয়ার বীরত্বপূর্ণ অবদানের জন্য দৈনিক বাংলার নবকণ্ঠ পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এর হাতে বিশ হাজার টাকার চেক হস্তান্তর করেন দৈনিক বাংলার নবকণ্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি আলহাজ্ব এ কে এম দ্বীন মোহাম্মদ, প্রধান সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেল এবং উপ-সম্পাদক মিনহাজ বিন দ্বীন। উল্লেখ্য যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুরে শুক্রবার সকাল ১১টার দিকে অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে যায়। কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া তখন মহাসড়কে ট্রাফিক জ্যাম সামলাতে ব্যস্ত ছিলেন। বাসটি খাদে পড়ে যাওয়ার ঘটনা দেখেই তিনি ইউনিফর্মসহ লাফ দিয়ে ডোবায় পড়েন এবং দুর্ঘটনায় পড়া যাত্রীদেরকে গাড়ীর ভিতর থেকে বের করে আনার উদ্দেশ্যে নিজের জীবন বাজি রেখে একটির পর একটি করে গাড়ির জানালার গ্লাস ভেঙ্গে দিতে থাকেন। গাড়ীর গ্লাসগুলো ভেঙ্গে তিনি নিজে পানির নিচে গাড়ীর ভিতরে ঢুকে পড়েন এবং সাত মাসের এক শিশু ও পাঁচ নারীসহ ১০/১২জন যাত্রীকে টেনে গাড়ীর ভিতর থেকে বের করে আনেন। তখন স্থানীয় জনগণও তাকে উদ্ধার কাজে সহযোগিতা করেন। কনস্টেবল পারভেজ মিয়ার সাহসিকতায় হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম ৫০ হাজার টাকা, কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ ১০ হাজার টাকা, দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন এর একান্ত ইচ্ছায় দৈনিক বাংলার নবকণ্ঠ পরিবারের পক্ষ থেকে ২০ হাজার টাকা, স্থানীয় পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার তার জন্য ৫ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করেন। কনস্টেবল পারভেজ মিয়ার গ্রামের বাড়ী মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়।

আর পড়তে পারেন